ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেসির গোলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে
Published : Thursday, 11 March, 2021 at 2:21 PM
মেসির গোলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পেকিলিয়ান এমবাপ্পেই বিদায় করে দিলেন বার্সেলোনাকে- এভাবে বললেও হয়তো ভুল হবে না! কারণ কাতালানদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে প্যারিস সেন্ত জার্মেইয়ের ৫-২ গোলে জেতার পথে এই ফরোয়ার্ড একাই করেছেন ৪ গোল। বার্সেলোনাকে বিদায় করার পথে দলটির সেরা খেলোয়াড় লিওনেল মেসির একটা রেকর্ডও ভেঙে দিয়েছেন এমবাপ্পে।

সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়নস লিগের ২৫ গোল করার রেকর্ড এতদিন ছিল মেসির দখলে। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনাকে বিদায় করার পথে একবার স্কোরশিটে নাম তুলে এই রেকর্ডটা নিজের করে নিয়েছেন এমবাপ্পে। ইউরোপসেরার লড়াইয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ২৫ গোল স্পর্শ করলেন ফরাসি তারকা।

পার্ক ডু প্রিন্সেসের দ্বিতীয় লেগে বার্সেলোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। যদিও প্রথম লেগ বড় ব্যবধানে জেতায় ফরাসি চ্যাম্পিয়নরা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। এই ড্রয়ের পথে পিএসজির করা গোলটি এমবাপ্পের। নিজেদের সীমানায় বার্সা ডিফেন্ডার ক্লেমঁ লেংলে ফাউল করেন মাউরো ইকার্দিকে। ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। ৩০ মিনিটে স্পট কিক থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করে পিএসজিকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে।

আর এই গোলটাই ভেঙে দিয়েছে মেসির রেকর্ড। ২২ বছর ৮০ দিন বয়সে চ্যাম্পিয়নস লিগে ২৫ গোলের দেখা পেলেন এমবাপ্পে। আর মেসি এই সংখ্যায় পৌঁছেছিলেন ২২ বছর ২৮৬ দিন বয়সে।

বার্সেলোনার বিপক্ষে এমবাপ্পে জাদু চলছেই। প্রথম লেগে পেয়েছিলেন হ্যাটট্রিক। দুই লেগ মিলিয়ে ৪ গোল। এখানেও হয়েছে একটা রেকর্ড। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে স্প্যানিশ কোনও দলের বিপক্ষে কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড এটা। বলতেই হবে, ইউরোপসেরার প্রতিযোগিতায় উড়ছেন বিশ্বকাপ জয়ী তারকা!