কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবিদ্বার উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে একজন নিহত হন। আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন। উপজেলার বারেরা এলাকায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাহবুব আলম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর ফায়ার সার্ভিসের ফাইটারম্যান মো. মাইনুদ্দিন।
মিরপুর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কোম্পানীগঞ্জের দিকে যাওয়া তিশা পরিবহনের একটি বাস ভোর ৪টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনায় চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। চিকিৎসার জন্য পাঁচজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১১টার দিকে মাহবুবের মৃত্যু হয়। অন্যরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারেরর চেষ্টা করা হচ্ছে। আহতরা একটু সুস্থ হলে দুর্ঘটনার সঠিক কারণ জানা যাবে।