দেশের দক্ষিণাঞ্চলের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ১৩ লাখের বেশি প্রিপেইড এবং পোস্ট পেইড গ্রাহক এখন ঘরে বসেই বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, সম্প্রতি ওজোপাডিকো এবং বিকাশ যৌথভাবে প্রিপেইড গ্রাহকদের জন্য এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে।
এতে জানানো হয়, ২০২০ সাল থেকে বৃহত্তর খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলের পোস্ট পেইড গ্রাহকরা বিকাশে বিল পরিশোধের সেবাটি পেয়ে আসছেন।
বিশেষ করে প্রিপেইড মিটার এর ক্ষেত্রে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই রিচার্জ এর প্রয়োজন হয়। প্রিপেইড গ্রাহকদের জন্য বহুল ব্যবহৃত বিকাশ অ্যাপ এবং *২৪৭# এ বিল পরিশোধ সুবিধা তাদের বিল পরিশোধকে করেছে আরও সহজ ও ঝামেলামুক্ত।
সারা দেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কোম্পানীর প্রিপেইড এবং পোস্টপেইড বিদ্যুৎ বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারেন গ্রাহক। এছাড়াও গ্যাস, ওয়াসা, টেলিফোন, ইন্টারনেট, কেবল টিভি, সিটি কর্পোরেশন ট্যাক্স-সহ সব ধরণের ইউটিলিটি সেবার বিল পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ করেছে বিকাশ।