ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোটরসাইকেল চালক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
Published : Thursday, 11 March, 2021 at 9:45 PM
মোটরসাইকেল চালক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবনযশোর অভয়নগরে মোটরসাইকেল চালক জসিম উদ্দিনকে হত্যার অভিযোগে চার আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) যশোরের স্পেশাল (জেলা ও দায়রা জজ) ও বিশেষ দায়রা জজ মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, অভয়নগরের শমসপুর গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে আইয়ুব আলী, হারুন সরদারের ছেলে মারুফ হোসেন, হামিদ সরদারের ছেলে রবি ও মৃত মতলেব সরদারের ছেলে আলম সরদার। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা ও আসামি পক্ষে শফিকুর রহমান। সাজাপ্রাপ্ত মারুফ হোসেন ও আইয়ুব আলী আটক রয়েছেন। সাজাপ্রাপ্ত আলম ও রবি পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, কেশবপুরের আড়ুয়া গ্রামের আলতাফ সরদারের ছেলে জমিস উদ্দিন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০০৭ সালের ১৩ জানুয়ারি কেশবপুরের কলাগাছি বাজার থেকে আসামি আলম ও মারুফ মোটরসাইকেল চালক জসিমকে ভাড়া দিয়ে অভয়নগরের সমসপুর গ্রামের মারুফের বাড়ি নিয়ে আসে। সেখানে তাকে হত্যার পর মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে নিহতের চাচা আমিনুর ইসলাম বাদী হয়ে ওই চারজনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকালে আটক মারুফকে আদালতে সোপর্দ করা হলে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তদন্ত শেষে হত্যায় জড়িত থাকার অভিযোগ পাওয়ায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী নুরুল ইসলাম।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেন।