ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সোসিয়েদাদকে উড়িয়ে বার্সার হুঁশিয়ারি
Published : Tuesday, 23 March, 2021 at 12:00 AM
শেষ ষোলোয় শেষ হয়েছে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ যাত্রা। তবে বেঁচে আছে লিগ ডাবলের সম্ভাবনা।  ওই শিরোপার জন্য মেসিরা সেরাটা দিয়ে লড়ে যাবেন। রিয়াল সোসিয়েদাদকে উড়িয়ে সেই হুঁশিয়ারিই দিলেন কাতালানরা।
রোববার রাতের ম্যাচে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা রিয়াল সোসিয়েদাদকে তাদেরই মাঠে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি-সের্গিয়ানো ডেস্টরা। বড় জয়ে পয়েন্ট টেবিলে আবার রোনাল্ড কোম্যানের শিষ্যরা উঠেছে দুইয়ে। শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ এবং তিনে থাকা রিয়াল মাদ্রিদকে দিয়েছে বার্তা।
জানিয়ে দিয়েছে, শেষের আগে শেষ লিখে ফেলার এখন আর সুযোগ নেই। জিনেদিন জিদানের দলের প্রতি বার্তা, মৌসুমের দ্বিতীয় এল কাসিকোটা এবার গুছিয়ে ওঠা বার্সার বিপইে খেলতে হবে। শুরুর এল কাসিকোর মতো হবে না।
দলের বড় ওই জয়ের ম্যাচে প্রথমার্ধের ৩৬ মিনিটে প্রথম গোল করেন বার্সার ফ্রান্স স্ট্রাইকার অ্যান্তোনিও গ্রিজম্যান। এরপর ম্যাচের ৪৩ মিনিটে আমেরিকান ফুটবলার সের্গিয়ানো ডেস্ট গোল করে প্রথমার্ধে দলকে ২-০ গোলের লিড এনে দেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল করেন আয়াক্স থেকে চলতি মৌসুমে ক্যাম্প ন্যুতে আসা ডেস্ট। তার ৫৩ মিনিটের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দল। এরপর গোলের খাতা খোলেন দলের সেরা তারকা মেসি।  তার পা থেকে ৫৬ মিনিটে দলের চতুর্থ ও ৮৯ মিনিটে ষষ্ঠ গোলটি আসে। মধ্যে ৭১ মিনিটে গোল করেন উসমান ডেম্বেলে। রিয়াল সোসিয়েদাদ ৭৭ মিনটে বার্সার জালে পাঠায় একমাত্র গোলটি।