Published : Tuesday, 23 March, 2021 at 12:00 AM, Update: 23.03.2021 1:19:21 AM
স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দ্বিতীয় রাউন্ডের টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে।
এতে
জয় পেয়েছে ভাই ব্রাদার্স ইলেভেন, চিটাগাং টাইগার্স, কালিয়াজুরী সুপার
কিংস। চিটাগাং টাইগার্স একদিনেই খেলেছে দু’টি ম্যাচ। দুই ম্যাচেই জয়
পেয়েছে তারা।
দিনের প্রথম খেলায় সংরাইশ একাদশের মুখোমুখি হয় ভাই
ব্রাদার্স ইলেভেন। টসে জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮১
রান সংগ্রহ করে ভাই ব্রাদার্স ইলেভেন। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৯
উইকেট হারিয়ে মাত্র ৬১ রান করে সংরাইশ একাদশ। ১২০ রানের বিশাল জয় নিয়ে মাঠ
ছাড়ে ভাই ব্রাদার্স। ব্যাট হাতে ভাই ব্রাদার্স ইলেভেন পক্ষে ৮১ রান করেন
বিজলী। ম্যাচে সর্বোচ্চ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ভাই
ব্রাদার্স ইলেভেনের বিজলী।
২য় খেলায় চিটাগাং টাইগার্সের মুখোমুখি হয়
চর্থা ফ্রেন্ডস্। টসে জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩
রান করে চিটাগাং টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন জাহিদ। চর্থার
মাসুম ২১ রানে ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেট
হারিয়ে ১২৭ রান করে চর্থা ফ্রেন্ডস্ কাব। চর্থা ফ্রেন্ডস্ কাবের পক্ষে
ব্যাট হাতে ৩৭ রান করেন মানিক ও ২০ রান করেন প্রান্ত। লক্ষ্য থেকে ৬ রান
দূরেই থামে ফ্রেন্ডস কাবের ইনিংস। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জাহিদ।
৩য়
খেলায় কালিয়াজুরী সুপার কিংসের মুখোমুখি হয় কুমিল্লা স্টার ইলেভেন। টসে
জিতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কালিয়াজুরী
সুপার কিংস। কিংসদের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন তন্ময়। স্টার ইলেভেনের
জোবায়ের নেন ৩০ রানে ২ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৯ উইকেট
হারিয়ে ৯৭ রান করে কুমিল্লা স্টার ইলেভেন। ফলে ৫২ রানের বিশাল জয় পায়
কালিয়াজুরী সুপার কিংস। কুমিল্লা স্টার ইলেভেনের পক্ষে ব্যাট হাতে হেদায়েত
করেন ৩০ রান এবং ২১ রান করেন মিশু। বল হাতে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন
কালিয়াজুরীর মেরাজ। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কালিয়াজুরীর তন্ময়।
দিনের
৪র্থ ও শেষ ম্যাচে চিটাগাং টাইগার্সের মুখোমুখি হয় ফ্রেন্ডস অফ
ক্রিকেটারস্ কুমিল্লা। টসে জিতে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ১০ ওভারে ৭
উইকেট হারিয়ে ১৯৮ রান করে চিটাগাং টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে ১০
ওভারে ৪ উইকেট হারিয়ে ১১২ রান করে ফ্রেন্ডস অফ ক্রিকেটারস্ কুমিল্লা।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ৮৬ রানের বিশাল জয় পায় চিটাগাং টাইগার্স।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চিটাগাং টাইগার্সের শওকত।