বরগুনার তালতলী উপজেলায় পুকুর সেচে পাওয়া গেল সাগরের জীবিত রুপালি ইলিশ। পুকুরে পাওয়া বড় আকৃতির ওই ইলিশ মাছটির ওজন প্রায় দুই কেজি। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে ওই মাছটি দেখতে ভিড় জমান এলাকার শত শত মানুষ।
সোমবার বিকালে উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এইচএম কাওসার হামিদের পুকুরে ওই ইলিশটি পাওয়া যায়।
এইচএম কাওসার হামিদ দৈনিক আমাদের নতুন সময়ের উপজেলা প্রতিনিধি ও তালতলী প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।
কাওসার হামিদ জানান, চৈত্র মাস আসায় আশপাশের খাল-বিল শুকিয়ে গেছে। পুকুরের পানিও কমে গেছে। পুকুরটি পুনঃখননের জন্য পাম্প মেশিন দিয়ে সেচ করেন। সেচের পর পুকুরে থাকা মাছগুলো জাল দিয়ে ধরার সময় ওই জীবিত রুপালি ইলিশটি ধরা পড়ে।
তিনি বলেন, গত বর্ষার মৌসুমে পায়রা নদীর জলোচ্ছ্বাসে বেড়ে যাওয়া লবণাক্ত পানি স্লুইসগেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এতে আমার পুকুরসহ এলাকার শত শত পুকুর ঘের তলিয়ে গিয়েছিল। হয়তো সেই সময় সাগরের লবণাক্ত পানির সঙ্গে এ ইলিশটি পুকুরে আটকা পড়ে।
স্থানীয়রা বলেন, এর আগে এভাবে কখনও তাজা ইলিশ দেখতে পাইনি। আজ জীবিত ইলিশ দেখে খুবই ভালো লাগল। পুকুরের ইলিশ দেখে আমরা খুবই আনন্দিত।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল আলম জানান, পুকুরেও ইলিশ মাছ অনেক দিন বেঁচে থাকে। সাগরে ইলিশের যখন ডিম পাড়ার সময় হয়, তখন নদীতে চলে আসে। আর নদী থেকে তখনই খাল-বিলে ওঠে যায়। এ কারণেই হয়তোবা ইলিশটি পুকুরে আটকা পড়ে।