অধিনায়ক টম লাথাম ও বাঁহাতি টপঅর্ডার ডেভন কনওয়ের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। বোলাররা যখন জুটি ভাঙতে ব্যর্থ, তখন ফিল্ডিংয়ে জাদু দেখালেন অধিনায়ক তামিম। তার সরাসরি থ্রোয়েই ম্যাচে ফিরেছে বাংলাদেশ, স্বাগতিকরা হারিয়েছে চতুর্থ উইকেট।
তাসকিন আহমেদের করা ইনিংসের ৩৪তম ওভারের চতুর্থ বলটি মিড অফের দিকে ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড় শুরু করেন কনওয়ে। কিন্তু তিনি পপিং ক্রিজে পৌঁছানোর আগেই সরাসরি থ্রোয়ে ননস্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন তামিম। থার্ড আম্পায়ারের মাধ্যমে সিদ্ধান্ত আসে আউট।
সাজঘরে ফেরার আগে অধিনায়কের সঙ্গে তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েছেন কনওয়ে। নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে তার ব্যাট থেকে এসেছে ৯৩ বলে ৭ চারের মারে ৭২ রানের দায়িত্বশীল ইনিংস। যা বেশ ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে নিউজিল্যান্ডের জয়ের আশা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭১ রান। ম্যাচ জিততে শেষের ৯০ বলে তাদের প্রয়োজন ১০১ রান। ফিফটি তুলে নিয়ে ৫০ রানে অপরাজিত রয়েছেন লাথাম। নতুন ব্যাটসম্যান হিসেবে আসা নিশামের সংগ্রহ ৩ রান।