ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে প্রাথমিক গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শাহীন আলম
Published : Tuesday, 23 March, 2021 at 7:57 PM
দেবিদ্বারে প্রাথমিক গুণগত মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভাপ্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে এসডিজি-৪  লক্ষ্যমাত্রা  অর্জনের নিমিত্তে  প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্নয় সভা ও বিনিময় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা কাজী মফিজ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা  মো. জামাল হোসেন,  মোসা. সুরাইয়া আক্তার, মদন গোপাল চক্রবর্তী, মো. কাউছার আলম, তপন কুমার পোদ্দার, মো. হায়তুন্নবী, মো. আবদুর রহমান,  মো. গোলাম কিবরিয়া,  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান ভূইয়া।
 প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমানের সঞ্চালনায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন,  প্রাথমিক শিক্ষা শিশুর সামাজিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বুনিয়াদি শিক্ষা করে তাকে আগামী দিনের কাণ্ডারী হওয়ার পথ তৈরি করে দেয়। তাই এই শিক্ষাকে মানুষ গড়ার আঁতুড়ঘর হিসেবে বিবেচনা করা হয়। শিশুকে ভবিষ্যতের দক্ষ জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা হলো প্রথম ও প্রধান সোপান। এই প্রতিটি শিশুর সুষ্ঠু সামাজিকীকরণ, আনন্দময় বর্তমান, সৃজনশীল ভবিষ্যৎ ও প্রগতিশীল উৎপাদনমুখর উন্নত সমাজ বিনির্মানের জন্য গুরত্বপূর্ণ। আর এই কাজই সম্পাদন করে প্রাথমিক শিক্ষা। তাই প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উচিত প্রাথমিক শিক্ষাকে সহজীকরণ করে প্রতিটি শিশুর কাছে তুলে ধরতে সহযোগিতা করা। এছাড়াও সভায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কি কি করণীয় সে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হয়।