ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিষেধাজ্ঞার কবলে পড়ে জাতিসংঘ সম্মেলন চায় চীন ও রাশিয়া
Published : Tuesday, 23 March, 2021 at 9:08 PM
নিষেধাজ্ঞার কবলে পড়ে জাতিসংঘ সম্মেলন চায় চীন ও রাশিয়াপশ্চিমা দেশগুলোর নতুন নিষেধাজ্ঞার কবলে পড়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া। চীনের গুইলিন শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাবরভের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠকের পর এই আহ্বান জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব রাজনীতির ক্রমবর্ধমান অস্থিরতার সময়ে এই ধরনের সম্মেলন জরুরি হয়ে পড়েছে। তবে দীর্ঘ দিন থেকেই এই ধরনের সম্মেলন আয়োজনের কথা বলে আসছে মস্কো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সোমবার চীনের বেশ কয়েক জন কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা। পশ্চিমা দেশগুলোর এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

এদিকে চীনের গুইলিন শহরে মঙ্গলবার সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। দুই নেতার বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ব রাজনীতির ক্রমবর্ধমান অস্থির সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের একটি সম্মেলন প্রয়োজন। বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে মানবজাতির সাধারণ সমস্যাগুলো আলোচনার মাধ্যমে নিরসন করতে এই সম্মেলনের প্রয়োজন।’

এছাড়া ওই বিবৃতিতে চীন ও রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করা থেকে অন্য দেশগুলোকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ‘গণতন্ত্র এগিয়ে নেওয়ার অজুহাতে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।’ চীনের ওপর আরোপ করা সোমবারের নিষেধাজ্ঞার বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ বলেন, চীন ও রাশিয়া উভয়েই এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে মনে করে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, সব ধরনের একপাক্ষিক পদক্ষেপের বিরোধিতায় সব দেশেরই ঐক্যবদ্ধ হওয়া উচিত।