‘ক্যাচ মিস হয়ই, তবে মাঝে মধ্যে তা খুব কষ্ট দেয়’
Published : Wednesday, 24 March, 2021 at 12:00 AM
ব্যাটসম্যানরা লড়ার মতো রান এনে দিয়েছে। বোলাররা লড়াই করেছে। তবু ধরা দেয়নি জয়। গুরুত্বপূর্ণ সময়ে পরপর দুটি সহজ ক্যাচ ছাড়লে তো আর ম্যাচ জেতা যায় না। ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠে হাহাকার সতীর্থদের ক্যাচ ছাড়ার হতাশায়।
নিউ জিল্যান্ডকে বাগে পেয়েও হারাতে না পারার হতাশা ম্যাচ শেষে স্পষ্ট ফুটে উঠল তামিমের কণ্ঠে।
“ ম্যাচটি জেতা উচিত ছিল আমাদের। বোলাররা সুযোগ সৃষ্টি করেছিল, কিন্তু ক্যাচ মিসগুলিৃ এই ধরনের কন্ডিশনে আমরা খুব কম জয়ের সুযোগ পাই। তাই সুযোগ যখন সৃষ্টি হয়, আমাদের নিশ্চিত করা উচিত যেন সবকিছু শতভাগ ঠিক করতে পারি। আজকে খুবই হতাশ আমরা। সুযোগগুলো নিতে পারিনি।”
অধিনায়ক হিসেবে সতীর্থদের পাশে দাঁড়াতেই হয়। তামিম তা করছেন। তবে ভেতরের যন্ত্রণাও তিনি তুলে ধরলেন।
“ ক্যাচ মিস হয়ই। ক্রিকেট খেলায় ক্যাচ মিস হয়ই। তবে কখনও কখনও এটা খুব কষ্টদায়ক। আমরা সুযোগ পেয়েছিলাম। ওই দুটি সুযোগ নিতে পারলে খেলা জমে যেত। তবে অভিযোগ নেই। কেউ ইচ্ছা করে ক্যাচ ছাড়ে না। সবার েেত্রই এটা হয়। আমাদের নিশ্চিত করতে হবে যেন সুযোগ এলে কাজে লাগাতে পারি।”