ব্যক্তিগত ইস্যু দূরে ঠেলে ব্যাটসম্যান নাসিরের ঝলক
Published : Wednesday, 24 March, 2021 at 12:00 AM
একে দীর্ঘ বিরতি শেষে মাঠে ফেরা, এর ওপর আবার ব্যক্তিগত জীবনে বয়ে চলা ঝড়- কোনোটাই প্রভাব ফেলতে পারেনি ক্রিকেটারের নাসির হোসেনের পারফরম্যান্সে। মাঠের বাইরের বিষয় বাইরে রেখে ব্যাটিংয়ে নিজের সামর্থ্য দেখিয়ে চলেছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে জানিয়েছিলেন, ৬ ম্যাচে অন্তত ৮০০ কিংবা হাজারের বেশি রান করতে চান তিনি! সেই ল্েযর শুরুতে রংপুর বিভাগের হয়ে মঙ্গলবার ৯৩ রানে অপরাজিত থেকে নাসির শেষ করেছেন দিনের খেলা।
জাতীয় লিগে প্রথম স্তরের খেলায় বিকেএসপির তিন নম্বর মাঠে দ্বিতীয় দিন ব্যাটিং করেছে রংপুর। প্রথম ইনিংসে ঢাকার করা ৩৬৫ রানের জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। ৪১ রানে ৫ উইকেট হারানো দলটির ত্রাতা হয়ে আবির্ভূত হন নাসির-মাহমুদুল হাসান লিমন জুটি। লিমন ৭৮ বলে ২৭ রান করে আউট হলেও নাসির একপ্রান্ত আগলে রেখেছেন। দ্বিতীয় দিন শেষে ১৮৫ বলে ১১ চার ও ২ ছক্কায় ৯৩ রানে অপরাজিত তিনি। আর রংপুরের সংগ্রহ ৭১ ওভারে ৭ উইকেটে ১৯৪। ঢাকার থেকে আরও ১৭১ রান পিছিয়ে রয়েছে তারা।
ঢাকার সবচেয়ে সফল বোলার নাজমুল ইসলাম অপু। ৬৯ রানে ৩ উইকেট নিয়েছেন এই স্পিনার। এছাড়া সুমন ইসলাম ২টি এবং আরাফাত ইসলাম ও শুভাগত হোম একটি করে উইকেট নিয়েছেন।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের আরেক ম্যাচে সিলেটের বিপে স্বাগতিক খুলনা ৭ উইকেটে ৩০৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে। এদিন স্কোরবোর্ডে আরও ৬৭ রান যোগ হয়। আগের দিন ইমরুল ও তুষার সেঞ্চুরি মিস করেছিলেন। আর মঙ্গলবার ২ রানের জন্য নাহিদুল হাফসেঞ্চুরি মিস করেন।