ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
“চৌদ্দগ্রামে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষিকাকে মানসিক নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন”
Published : Wednesday, 24 March, 2021 at 12:00 AM
কুমিল্লা চৌদ্দগ্রাম এ গোলপাশা ইউনিয়নের বাবুর্চি দারুস সুন্নত দাখিল মাদ্রাসা সুপার এবিএম কবির হোসেন এর বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের শিক্ষিকা কর্তৃক মাদ্রাসার সভাপতি হাবিবুল্লা কাচপুরীর নিকট অভিযোগ আকারে লিখিত যে বিষয় গুলি বিগত ১৪/০৩/২০২১ইং কুমিল্লার বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন বানোয়াট ডাহা মিথ্যা। উক্ত মহিলা শিক্ষিকা ২০১৪ইং সনের শেষের দিকে নিয়োগ প্রাপ্ত হয়। বিগত প্রায় ৬ বছর সে কোন অভিযোগ উপস্থাপন করেননি। বিগত পহেলা নভেম্বর ২০২০ইং হতে ৩১ শে ডিসেম্বর ২০২০ইং পর্যন্ত প্রতিষ্ঠানে সরকারী নির্দেশে প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের এসাইনমেন্ট প্রদান, গ্রহন ও মূল্যায়নের কাজ চলছিল। ঐ সময় সে (শিক্ষিকা) যথাযথ উপস্থিত না থাকার কারণে তাকে উপস্থিত নিশ্চিত প্রদান করার জন্য নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু সে জবাব না দিয়ে বিভিন্ন পথ অবলম্বন করেন। ইতোমধ্যে বর্তমান সভাপতি জনাব হাবিবুল্লা কাচপুরীর সাহেবের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ প্রান্তে। করোণা ভাইরাস কালীন সময়ে প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে নিয়মিত ভোটার তালিকা প্রনয়ণ করা সম্ভব হয়নি। তাই সামনে যেহেতু একটি এডহক কমিটি হবে। সে বিষয়ে তিনি সুপারকে বিভিন্ন সময়ে আইন বর্হিভুত প্রস্তাব দেন। সুপার সেগুলো কর্নপাত না করতে ঐ মহিলা শিক্ষকাকে দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে হয়রানী করিতেছেন। অভিযোগ পেয়ে সভাপতি তড়িগড়ি করে বিধিবর্হিভুতভাবে সুপারকে বিগত ১৭/০৩/২০২১ ইং হইতে সাময়িকভাবে বরখাস্ত করেছে বলে পত্রিকায় পাওয়া যায়। সাময়িক বরখাস্তের কপি সুপারের নিকট অদ্য ১৮/০৩/২০২১ইং পর্যন্ত পৌঁছেনি। বরখাস্তের কপি পাওয়া গেলে আইনি প্রক্রিয়ায় বিষয়টি আইনিভাবে বিবেচনা করা হবে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।