
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৫এপ্রিল) রাতে উপজেলার নাগাইশ, দেউষ ও রামনগর এলাকায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত আবুর হাসেমের ছেলে চুরি মামলার সন্ধিগ্ধ আসামী ইউনুছ মিয়া , একই ইউনিয়নের দেউষ গ্রামের মৃত ছবির মিয়ার ছেলে ওয়ান্টেভুক্ত পলাতক আসামী মো. জসিম উদ্দিন এবং উপজেলার মালাপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ মিয়ার ছেলে মো. সানোয়ার হোসাইন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫এপ্রিল) রাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহার নেতৃত্বে থানার এসআই জীবন কৃষ্ণ মজুমদার, এএসআই আলী আক্কাস ও এএসআই কৃষ্ণ সরকার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে উল্যেখিত আসামীদের গ্রেফতার করেন।
এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ আপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার (৬এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।