Published : Tuesday, 6 April, 2021 at 8:39 PM, Update: 06.04.2021 8:45:59 PM
অনলাইন বা ই-কমার্সের ডেলিভারিম্যানরা ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এবং তাদের পণ্য পরিবহন কাজে নিয়োজিত ট্রাক ও সকল প্রকার যানবাহন সার্বক্ষণিক চলাচল করতে পারবে বলে মঙ্গলবার (৬ এপ্রিল) আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ আদেশ সম্বলিত চিঠি ইতোমধ্যেই দেশের সকল জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ও পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, অনলাইন বা ই-কমার্স-এর মাধ্যমে কেনাকাটাকে উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সরকার। অনলাইন বা ই-কমার্সের ডেলিভারিম্যানরা ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। তবে ডেলিভারিম্যান ও পণ্য পরিবহন কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহনের জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র দিতে হবে। ওই পরিচয়পত্রে তাদের অ্যাসোসিয়েশন অর্থাৎ ই-ক্যাব এর লোগো এবং সিরিয়াল নম্বর থাকতে হবে।
পাঠানো আদেশে আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে ই- কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত সংশ্লিষ্ট রেস্টুরেন্টগুলোর রান্নাঘর ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। খাবার সরবরাহের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে তাদের রেস্টুরেন্টের তালিকা নিজ উদ্যোগে জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, ডেলিভারিম্যানরা কোনওভাবেই রেস্টুরেন্টের রান্নাঘরে (কিচেন) প্রবেশ করতে পারবে না। কিচেনের বাইরে থেকে খাবার সংগ্রহ করতে হবে। এবং তা গ্রাহকের কাছে পৌঁছে দিতে হবে। এ কাজে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।