মাসুদ আলম।।
কুমিল্লায় র্যাবের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এবং কুমিল্লার সদর উপজেলার আমতলী এলাকায় এই পৃথক দুই অভিযানে সাড়ে ১৬ হাজার ইয়াবাসহ এই মাদক ব্যবসায়ীদের আটক কর হয়। অভিযানে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় মোঃ মিঠুন সর্দার ও মোঃ ঢাকই নামে দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৯ হাজার ৭৫০ পিস এবং আমতলী এলাকায় মোঃ সাইফুদ্দিন মিলন ওরপে ময়নার কাছ থেকে ৬ হাজার ৭৬০ পিসসহ মোট ১৬ হাজার ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ঢাকার সাভার উপজেলার পোড়াবাড়ী গ্রামের ইরান সর্দারের ছেলে মোঃ মিঠুন সর্দার (৩৩), একই গ্রামের ফজল হকের ছেলে মোঃ ঢাকই (৪৫) এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ সাইফুদ্দিন মিলন ওরপে ময়না (৪০)।
কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।