
চার মাস পর আবারো আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) র্যাঙ্কিংয়ে ফিরেছে বাংলাদেশের নারী ফুটবল দল। ১০০৮ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৩৭। এর আগে বাংলাদেশ ১৩৪ নম্বরে ছিল ২০২০ সালের ১৪ আগস্ট ঘোষিত তালিকায়।
দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল না খেলায় ১৮ ডিসেম্বর র্যাঙ্কিং থেকে বাদ দেয়া হয় সাবিনা-মৌসুমীদের। করোনার ভয়াল থাবায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব হয়নি বাফুফের। তবে এবার ফিফার নিয়ম পরিবর্তন করায় ম্যাচ না খেলেও, আবারো র্যাঙ্কিংয়ে ফিরল বাংলাদেশ।
আগে ১৮ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললে র্যাঙ্কিং থেকে বাদ যেত কোনো দেশ, যা এবার বাড়িয়ে ৪৮ মাস করা হয়েছে।
ফিফার তালিকায় সেরা দশে আছে যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, ইংল্যান্ড, ব্রাজিল, কানাডা, অস্ট্রেলিয়া ও উত্তর কোরিয়া।