ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
Published : Saturday, 17 April, 2021 at 1:17 PM
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু শরীয়তপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের নড়িয়া উপজেলার আন্ধার মানিক বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের রাজনগর কাজী কান্দি গ্রামের সোলেমান আকনের ছেলে অভি আকন (১৬) ও মাস্টার দেলোয়ার সিকদারের ছেলে বায়জিদ সিকদার (১৬)। তারা ডিগ্রি ইসমাইল হোসেন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, মোটরসাইকেল করে অভি ও বায়জিদ জাজিরা এলাকায় ঘুরতে গিয়েছিল। ঘোরার পর তারা নিজ বাড়ির দিকে ফিরে আসছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়।

স্থানীরা তাদের শরীয়তপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বায়জিদকে মৃত ঘোষণা করেন। আর অভিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকা নেয়ার পথে অভির মৃত্যু হয়।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।