ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অর্থমন্ত্রীর উদ্যোগে আইসিইউ বেড স্থাপন
Published : Sunday, 18 April, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার, লালমাই :
করোনাভাইরাসে আক্রান্তদের সেবা দিতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের উদ্যোগে ও আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা হাসপাতালে দুটি আইসিইউ বেড ও ১০টি স্পেশাল বেড স্থাপন করা হয়েছে। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে ১২ শয্যার আইসোলেশনও প্রস্তুত করা হয়েছে।
লালমাই উপজেলার পাশাপাশি কুমিল্লা সদর দক্ষিণ ও নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই সেবা চালু করা হচ্ছে। আগামী সপ্তাহের মধ্যেই অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি হাসপাতালে একযোগে এ সেবা উদ্বোধন করবেন। একইদিন তিনি সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর সেবাও উদ্বোধন করবেন।
এ তথ্য নিশ্চিত করে বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা. আনোয়ার উল্যাহ বলেন, আইসিইউ সেবা চালু রাখতে হাসপাতালে পর্যাপ্ত জনবল পদায়ন করতে হবে।
২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বাগমারা ২০ শয্যা হাসপাতাল উদ্বোধন করেন। চার বছর অতিবাহিত হলেও জনবল সংকটের কারণে হাসপাতালটির ইনডোর সেবা চালু হয়নি।