ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরুর মৃত্যুতে ব্রাহ্মণপাড়ায় মিলাদ ও দোয়া
Published : Sunday, 18 April, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন  ।।
শনিবার ১৭ এপ্রিল বিকালে  সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সুপ্রিম কোর্টের বার এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর রুহের মাগফেরাত কামনা করে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা, ইফতার,  বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  মোঃ আবু জাহের এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আব্দুল মতিন খসরুর স্মরণে স্মরণ সভায় সভাপতিত্ব করেন ব্রাক্ষণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু জাহের।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আব্দুল মতিন খসরুর সহধর্মিণী সেলিনা সোবহান খসরু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল মতিন খসরুর ছোট ভাই কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল মুমিন ফেরদৌস, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঢাকা নারী ও শিশু কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল বারি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া সিদ্দিকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা হক পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, ব্রাহ্মণপাড়া থানার ওসি আপেলা রাজু নাহা,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা সারোয়ার খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী  মোঃ জসিম উদ্দিন, শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  গিয়াস উদ্দিন মোহাম্মদ, মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সুলতান আহমদ, মল্লিকা গ্রুপের পরিচালক আবু সাইব বাপ্পি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মোবারক হোসেন।
এসময়, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম ডিলার, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মনির হোসেন চৌধুরী, বুড়িচং উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি হাজী বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খাঁন, যুবলীগ নেতা ইব্রাহিম খলিল মনির, ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা নবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুমিনুল ইসলাম, আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম পলাশ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিশন, বুড়িচং উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি লেলিন পিপু, সেক্রেটারি মোঃ জাহিদ হাসান, প্রচার সম্পাদক মোঃ জসিম উদ্দিন আবির, জাহিদুর রহমান, ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, নেতা শাহাব উদ্দিন সোহাগ।
অনুষ্ঠান পরিচালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র লীগের সহ-সভাপতি নাজমুল হাসান শরীফ।