ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুকুরেই পুঁতে রাখা হয় বৃদ্ধের লাশ
Published : Thursday, 22 April, 2021 at 1:49 PM
পুকুরেই পুঁতে রাখা হয় বৃদ্ধের লাশবারী উদ্দিন আহমেদ বাবরঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা মিয়াজী বাড়ীর মোঃ এনামুল হক (৬০) নামের এক বৃদ্ধের লাশ বাড়ির পাশের পুকুরের গর্তে পুঁতে রাখা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত সামছুল হকের ছেলে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে নিহতের মরদেহ উদ্ধার নাঙ্গলকোট থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিল এনামুল। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত কলহের জের ধরে তাকে খুন করে মরদেহ পুঁতে রেখেছে। মরদেহের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ধারনা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে।