ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টঙ্গীতে বেতন না দিয়ে কারখানায় তালা
Published : Thursday, 22 April, 2021 at 8:03 PM
টঙ্গীতে বেতন না দিয়ে কারখানায় তালাগাজীপুরের টঙ্গীতে বেতন ভাতা না দিয়ে একটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানা কার্যালয়ে গিয়ে অবস্থান নেন।

মিলন ও আসাদুলসহ বেশ কয়েকজন শ্রমিক জানান, কারখানা কর্তৃপক্ষ গত মার্চ মাসের বকেয়া বেতন ও চলতি মাসের বেতন কিংবা ঈদ বোনাস না দিয়ে হঠাৎ কারখানা বন্ধ করে দেয়।
এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে দফায় দফায় বিক্ষোভ করেন। একপর্যায় টঙ্গী পূর্ব থানা কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। পরে থানা পরিদর্শক দেলোয়ার হোসেন মালিকপক্ষকে ডেকে বৈঠকে বসেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে কারখানা মালিক তাজ বলেন, বেতন ভাতা নিয়ে শ্রমিকদের সাথে আলোচনা চলছে।