ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দরজায় ও কাঁথায় রক্তের দাগ, লাশ পুকুরের কাদায়
Published : Thursday, 22 April, 2021 at 8:13 PM
দরজায় ও কাঁথায় রক্তের দাগ, লাশ পুকুরের কাদায়  মাসুদ আলম,
কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের তিন দিন পর এনামুল হক দরবেশ (৬২) নামের এক ব্যাক্তি লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বাড়ির পাশের পুকুরের কাদা মাটিতে পুঁতে রাখা পুলিশ এ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারের হাতে খুন হয়েছেন এনামুল হক।
নিহত এনামুল হক দরবেশ নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির জোড্ডা মিয়াজি বাড়ীর মৃত.শামসুল হকের ছেলে। তার ৬ সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় এনামুল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নিহতের স্ত্রী পুকুরে পানি আনতে গিয়ে পায়ে কিছু লাগলে কাঁদামাটি তুলে দেখে এনামুলের  লাশ। পরে পুলিশ খবর পেয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্রে আঘাত, পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে। টিনসেডের ঘরের মাটির ফ্লোর অর্ধেক মাটি দিয়ে লেপে রাখে ঘরের বিভিন্ন দরজায় ও কাঁথার মধ্যেও রক্তের দাগ রয়েছে। ঘরের সামনে আঙ্গিনায় মাটিতে রক্তের দাগের উপর সিএনজি চালিত অটোরিকশা দাড় করিয়ে রাখা এসকল আলামতের ভিত্তিতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ছেলে সুমন, পুত্রবধূ ও স্ত্রী মিলে এনামুলকে হত্যার পর লাশ পুকুরে গুম করে রাখে। নিহত এনামুল হক  কৃষি কাজের পাশাপাশি মাইজভান্ডারের ভক্ত ছিলেন।
নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলা হবে তদন্তের সার্থে কিছু বলা যাচ্ছেনা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
এঘটনায় এএসপি চৌদ্দগ্রাম সার্কেল সাইফুল ইসলাম সাইফ ঘটনাস্থল পরিদর্শন করেন, কুমিল্লা পিবিআই, সিআইডি ক্রাইমসিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে।