ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণবাড়িয়া বিশেষ শাখার এএসপিকে সিলেটে বদলি
Published : Wednesday, 28 April, 2021 at 12:48 PM
ব্রাহ্মণবাড়িয়া বিশেষ শাখার এএসপিকে সিলেটে বদলিব্রাহ্মণবাড়িয়া পুলিশের বিশেষ শাখার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়েছে।

মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, মঙ্গলবার পুলিশের সদর দপ্তর থেকে ওই বদলির আদেশ আসে। তবে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় না তাকে নিয়মিত বদলি করা হয়েছে।

এর আগে সোমবার সদর থানার ওসি আব্দুর রহিমকে রংপুরে বদলি করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে এবং ঢাকা ও চট্টগ্রামে মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার খবরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ ৩৮টি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় নিহত হয় ১২ জন। এই ঘটনায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গত একমাসে গ্রেফতার করা হয়েছে ৩৭৫ জনকে।