ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১৭ দেশে ছড়িয়েছে ভারতীয় করোনার ধ্বংসাত্মক ধরণ
Published : Wednesday, 28 April, 2021 at 12:52 PM
১৭ দেশে ছড়িয়েছে ভারতীয় করোনার ধ্বংসাত্মক ধরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনার নতুন প্রজাতি বি.ওয়ান.৬১৭ প্রথম সন্ধান পাওয়া যায় ভারতে। এই ধরণ মিলেছে জিআইএসএআইডি-এর ডাটাবেসের আরও ১৭টি দেশে। মহামারির সাপ্তাহিক আপডেটে কোভিডের ভারতীয় স্ট্রেনের বেশিরভাগ সিকোয়েন্সই ভারতের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুর থেকে আপলোড করা হয়েছে।

ক্রমশ চরিত্র পাল্টানো এই ভাইরাসের ওপর গবেষণা চালিয়ে যেতেই হবে। ভারতে সবচেয়ে বেশি হারে সংক্রমণ ছড়াচ্ছে এই প্রজাতির মাধ্যমেই। বাকি প্রজাতিগুলিও চরিত্র পাল্টাবে তা বলাই বাহুল্য। সব মিলিয়ে সচেতন না হলে সামনে ঘোরতর বিপদ অপেক্ষা করছে।
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় ভারতে ৩ লাখ ৬২ হাজারের বেশি আক্রান্ত ও তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।