ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে কেঁপে উঠেছে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন এলাকা।
যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা ২১ মিনিটে আসামের ধেকিয়াজুলি থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়।
ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে ১৪০ কিলোমিটার দূর। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পের গভীরতা ছিল ৩৪ কিলোমিটার।
তীব্র এ ভূমিকম্পে কয়েকটি ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। কেউ হতাহত হয়েছে কিনা তা রাজ্য প্রশাসন খতিয়ে দেখছে।
আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, আসামে বড় ভূমিকম্প আঘাত হেনেছে। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সাবধানে থাকার আহ্বান জানাচ্ছি। সব জেলা থেকে তথ্য নেওয়া হচ্ছে।
ভূমিকম্পের পর কিছু বাড়ির দেয়াল ও মেঝেতে ফাটল পাওয়ার কথা জানিয়েছেন বাসিন্দারা। আরও কম্পনের উদ্বেগে লোকজন ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান।
২০ বছর বয়সী জ্যেতিষ্মান দেকা বলেন, এরকম ব্যাপক কাঁপুনি জীবনে দেখি নাই।
ভারতের কয়েকটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে ও প্রতিবেশী ভুটানেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। শত শত লোক দৌড়ে তাদের ঘর থেকে বের হয়ে এসেছে।