করোনাভাইরাসের উভয় ডোজ টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের এমন নাগরিকদের ঘরের বাইরে মাস্ক পরার বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে বাইরে ভিড় থাকলে অবশ্যই মাস্ক পরতে হবে। মঙ্গলবার দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর তরফে এমন নির্দেশনা জারি করা হয়েছে।
সিডিসি জানিয়েছে, যারা করোনা প্রতিরোধে পূর্ণাঙ্গ টিকা নিয়েছেন তাদের ভিড়ের জায়গা ছাড়া, বাড়ির বাইরে আর কোথাও মাস্ক পরার প্রয়োজন নেই।
আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার পরই বিষয়টি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘সিডিসি এই ঘোষণা দিতে পেরেছে কারণ আমাদের বিজ্ঞানীরা এই উপাত্তে সন্তুষ্ট যে, টিকা নেওয়া ব্যক্তিরা এই ভাইরাসে সংক্রমিত হওয়া কিংবা অন্যকে সংক্রমিত করার আশঙ্কা খুবই কম। সিডিসি জানিয়ে দিয়েছে, টিকা গ্রহণ সাপেক্ষে বাইরের কোন কোন কাজ নিরাপদ কিংবা কম নিরাপদ।
সিডিসি-র হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ শতাংশ মানুষ টিকার উভয় ডোজ বা পূর্ণাঙ্গ টিকা নিয়েছে। এছাড়া ৪২ শতাংশ মানুষ অন্তত একটি ডোজ নিয়েছে।