অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভারত ছাড়াও বিকল্প সোর্স থেকে করোনার ভ্যাকসিন আনার চেষ্টা করছে সরকার। এখানে দুটি ভিন্ন দেশ রাশিয়া ও চীন থেকে ভ্যাকসিন আনা হচ্ছে।
বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
এসময় অর্থমন্ত্রী আরও বলেন, রাশিয়া ও চীনের উৎপাদিত ভ্যাকসিন বাংলাদেশেই উৎপাদন করা হবে। যার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত দুটি প্রস্তাব আজ অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে জুমে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।