ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বোরকা নিষিদ্ধের প্রস্তাবে অনুমোদন শ্রীলঙ্কার মন্ত্রিসভার
Published : Wednesday, 28 April, 2021 at 2:54 PM
বোরকা নিষিদ্ধের প্রস্তাবে অনুমোদন শ্রীলঙ্কার মন্ত্রিসভারবোরকা নিষিদ্ধ করা সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। মঙ্গলবার ‘জাতীয় নিরাপত্তার’ কারণ দেখিয়ে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন, কলম্বো এ ধরনের কোনও পদক্ষেপ নিলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি তোলেন শ্রীলঙ্কার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারা। নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন মন্ত্রিসভার মুখপাত্র কেহেলিয়া রামবুকওয়েলা। তিনি বলেন, ‘মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন সংক্রান্ত খসড়া কমিটির কাছে যাবে। সেখান থেকে এটি পার্লামেন্টে পাঠানো হবে।’

পার্লামেন্টের অনুমোদন পেলেই প্রস্তাবটি আইনে পরিণত হবে। তবে শ্রীলঙ্কার পার্লামেন্টে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এটি পাসের জন্য তাদের কোনও বেগ পেতে হবে না।

বোরকাকে ধর্মীয় চরমপন্থার চিহ্ন হিসেবে আখ্যায়িত করেছেন জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সারাথ বীরাসেকারা।

গত মাসে টুইটারে দেওয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেন শ্রীলঙ্কায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সাদ খট্টক। তিনি বলেন, বোরকার ওপর এই নিষেধাজ্ঞার ফলে মুসলমানদের অনুভূতিতে আঘাত হানাবে।

উল্লেখ্য, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কায় প্রায় ৯ শতাংশ মানুষ মুসলিম। সূত্র: আল জাজিরা।