চীনে প্রবল ঝড়ে ১১ জনের মৃত্যু
Published : Saturday, 1 May, 2021 at 6:22 PM
এক ভয়ংকর ঝড়ে চীনের সাংহাই নগরীর কাছেই এক এলাকায় অন্তত ১১ জনের মৃত্যু এবং ১০২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, ঝড়ে গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় এবং বাড়িঘর উড়িয়ে নিয়ে নদীতে ফেলায় এসব লোকের মৃত্যু হয়েছে।
এএফপি জানিয়েছে, ইয়াংজি নদীর উত্তর তীরে ৮০ লাখ অধিবাসীর নানটং শহরে প্রবল বাতাসের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি আঘাত হানে। সেখানে গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রবল বাতাসে একটি মাছধরা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২ জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও ৯ জন।