ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সৌদি ফেরত যাত্রীর খেলনা থেকে ২ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার
Published : Saturday, 1 May, 2021 at 6:53 PM
সৌদি ফেরত যাত্রীর খেলনা থেকে ২ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধারহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত একজন যাত্রী কাছে থাকা খেলনার ভেতর থেকে ২ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লক্ষ টাকা। 

আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয় এবং জয়নাল আবেদিন নামের এক যাত্রীকে আটক করা হয়। আটক ব্যক্তির বাড়ি নোয়াখালী জেলায়। 

জানা গেছে, আজ দুপুর ১টা ২৫ মিনিটে সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট থেকে নেমে জয়নালকে গ্রীণ চ্যানেলে ব্যাগে কোন স্বর্ণবার বা স্বর্ণালংকার আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। পরে যাত্রীর সাথে থাকা ব্যাগ স্ক্যানিং করলে একটি চার্জার লাইটের মটর, খেলনা এবং ফ্লাক্সের ভেতর হতে প্রায় ২কেজি ৮০০ গ্রামে স্বর্ণ উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে ফৌজদারী মামলা দিয়ে আটক জয়নালকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।