ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হেফাজত নেতা জাফর আহমদ গ্রেফতার
Published : Saturday, 1 May, 2021 at 6:56 PM
হেফাজত নেতা জাফর আহমদ গ্রেফতারসহিংসতার মামলায় গ্রেফতার হয়েছেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদ। শনিবার (১ মে) বিকালে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাফর আহমদ হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। তাকে দুপুরে হাটহাজারী থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।