ব্রাহ্মণবাড়িয়ার সরাইল গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি দিলু মিয়া (৪৮) ও তার ছেলে ওসামা বিন লাদেনকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মে) ভোরে উপজেলার কাটানিশার গ্রাম থেকে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কাটানিশার গ্রামে দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। ২০২০ সালের ৫ আগস্ট একটি সংঘর্ষে আনোয়ারা বেগম (৭০) মারা যান। এ ঘটনায় দিলু মিয়া ও তার ছেলে ওসামা বিন লাদেনকে আসামি করা হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলা রয়েছে।