তিতাসে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
Published : Monday, 10 May, 2021 at 12:00 AM
কবির হোসেন,তিতাস ঃ কুমিল্লার তিতাস উপজেলার প্রকৃত কৃষকদের নিকট হতে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ২০২১ সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সদর কড়িকান্দি গ্রামের কৃষক আবু তাহেরের কাছ থেকে বোরো ধান সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন, খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হাই ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুছালে মোহহাম্মদ ইমরান ও কৃষক আবু তাহের । খাদ্য নিয়ন্ত্রক আবুছালে বলেন চলতি বছর তিতাস উপজেলা থেকে ২৭ টাকা কেজি দরে ৮.৯০ মেঃটঃ বোরো ধান সংগ্রহ করার টার্গেট রয়েছে। বিনির্দেশ মতে কৃষকদের খেয়াল রাখতে হবে যাতে সংগ্রহের উপযোগী বোরো ধান অবশ্যই ১৪% বা তার চেয়ে কম আদ্রতা হতে হবে।