ব্রাহ্মণপাড়ায় সাজাপ্রাপ্ত আসামি ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৬
Published : Monday, 10 May, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত রাজিব নামের এক পলাতক আসামি ২ মাদক ব্যবসায়ীসহ ৬ জনকে গ্রেপতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার (ওসি) আপ্পেলা রাজু নাহার নেতৃত্বে এস আই জীবন কৃষ্ণ মজুমদার, এস আই সাইফুল ইসলাম, এএস আই নুরুল আমিন, এএস আই কৃষ্ণ সরকার ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শশীদল এলাকার হারুন অর রশিদের ছেলে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রাজিব (৩৪) নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন।
এ ছাড়াও থানা পুলিশ একই দিন বিকেলে উপজেলার চান্দলা এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার নান্নু মিয়ার ছেলে মো. মনির (৪৮) কে তার নিজ বাড়ি থেকে ৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করেন। এ দিকে থানা পুলিশ রবিবার (৯ মে) সকালে উপজেলার দুলালপুর-ব্রাহ্মণপাড়া সড়কের বেজুরা এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) গ্রামের মো. হারুন অর রশিদের স্ত্রী মোছা. পারভীন আক্তার মিশু ওরফে মিশনী (৫৩) কে ২০ বোতল ম্যাগডুয়েল সিরাপসহ গ্রেফতার করেন।
এ ছাড়াও শনিবার রাতে পুলিশ উপজেলার দুলালপুর মিরকিল্লা পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের ইদ্দ্রিস মিয়ার ছেলে মারামারি মামলার আসামি মো. নুরুল ইসলাম, উত্তর তেতাভূমি (আনন্দপুর) গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলী আকবর এবং শশীদল পশ্চিমপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে রবিউল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছেন। পরে গ্রেফতারকৃতদের গতকাল রবিবার (৯ মে) সকালে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছেন। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ (ওসি) আপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করেছেন।