তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আর মাত্র ছয় দিন পরই বাংলাদেশ সফরে আসবে শ্রীলংকা ক্রিকেট দল।
সফর সামনে রেখে স্কোয়াডও ঘোষণা করেছে দলটি। আর এমন মুহূর্তে দুঃসংবাদ পেল দলটি।
প্রস্তুতি ক্যাম্পের দুই ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। তারা হলেন-অলরাউন্ডার ধনাঞ্জয়া লক্ষ্মণ ও ঈশান জয়রত্নে। করোনা পজিটিভ হওয়ায় মূল দলে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
শ্রীলংকার সংবাদমাধ্যম ডেইলি এফটি জানায়, পজিটিভ হওয়া দুই ক্রিকেটারকে বিচ্ছিন্ন করে আইসোলেশনে নেওয়া হয়েছে। সফরের আগে আরেক দফা করোনা পরীক্ষা করা হবে তাদের। ফল নেগেটিভ হলে সফরের জন্য বিবেচনায় আসতে পারেন এই দুই ক্রিকেটার।
তবে এই দুই ক্রিকেটারের করোনা শনাক্তে কোনো পরিবর্তন আসছে না বাংলাদেশ সফরের প্রাথমিক স্কোয়াডে। কারণ ১৮ সদস্যের স্কোয়াডে নেই তারা। তাদের রাখা হয়েছে বাংলাদেশের পর পরবর্তী ইংল্যান্ড সফরের স্কোয়াডে। ইংল্যান্ডে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে শ্রীলংকা।
ধনাঞ্জয়া-ঈশানের আগে কোভিড পজিটিভ হয়েছিলেন বাংলাদেশ সফরের প্রাথমিক দলে থাকা পেসার শিরান ফার্নান্দো। কোয়ারেন্টিনপর্ব শেষ করে ফল নেগেটিভ নিয়ে তিনি দলে ফিরেছেন।
তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি নিউজ