ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রকেট নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অভিযোগ চীনের
Published : Monday, 10 May, 2021 at 1:37 PM
রকেট নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আতঙ্ক সৃষ্টির অভিযোগ চীনেরএক সপ্তাহ ধরে সারা বিশ্বে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছিল চীনের নিয়ন্ত্রণ হারানো লং মার্চ ফাইভ বি রকেট। ১৮ টন ওজনের রকেটটি পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। তবে এটি এত দ্রুতগতিতে পৃথিবীকে পদক্ষিণ করছিল যে তা কোথায় গিয়ে পড়বে তা বুঝে উঠতে পারছিলেন না মহাকাশ গবেষণা সংস্থাগুলো এবং বিশেষজ্ঞরা। এটি নিক্ষেপের পর ক্ষয়ক্ষতি কেমন হতে পারে তা নিয়েও আলোচনা হচ্ছিল। অবশেষে সব আলোচনার সমাপ্তি হয় গতকাল রবিবার। এটি মালদ্বীপের কাছে ভারত মহাসাগরে পড়েছে।

রকেটটি পৃথিবীতে ধেয়ে আসার বিষয়ে শুরু থেকেই নিরব ছিল চীন। এত বড় রকেট নিয়ন্ত্রণ হারানোয় এবং তা পৃথিবীর দিকে ছুটে আসায় চীনের দায়িত্বহীনতা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে সমালোচনা হয়েছে বিস্তার। চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাদের কারণে পৃথিবীবাসীর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।
রবিবার সকালে নিরবতা ভাঙে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ম্যানড ইঞ্জিনিয়ারিং অফিস। তারা জানায়, রকেটের অবশিষ্টাংশ ভারত মহাসাগরে পড়েছে। এরপর চীনের রাষ্ট্রীয় মিডিয়া যুক্তরাষ্ট্রের সমালোচনায় মুখর হয়েছে। চীনের গ্লোবাল টাইমস তাদের রবিবারের সম্পাদকীয়তে বলেছে, যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী এবং মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা রকেটটি নিয়ে অযথাই আতঙ্ক সৃষ্টি করেছে এবং তাদের এসব চেষ্টা বিফলে গেছে। তারা বিবেকহীন এবং বোকার মতো আচরণ করেছে। তারা মহাকাশ প্রযুক্তিতে চীনের অগ্রগতি দেখে ঈর্ষান্বিত। চীনের মহাকাশ স্টেশন নির্মাণে ভবিষ্যতে বাধা তৈরি করতেই তারা এটা করেছে।

সূত্র : সিএনএন