নিউ জিল্যান্ডের একটি সুপারমার্কেটে ছুরি হামলার ঘটনায় অন্তত চার জন আহত হয়েছেন। এদের মধ্যে তিন জনের অবস্থা সঙ্কটজনক।
সোমবার বিকালে সাউথ আইল্যান্ডের ডানেডিনে একটি কাউন্টডাউন সুপারমার্কেটে হামলার ঘটনাটি ঘটে বলে বিবিসি জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আডার্ন জানিয়েছেন, হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় কিন্তু এটি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঘটনা ছিল বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
আহতদের মধ্যে সুপারমার্কেটের কর্মী ও ক্রেতা, উভয়েই রয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
হামলা চলাকালে সুপারমার্কেটজুড়ে চলা বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
অনামা এক নারী ওটাগো ডেইলি টাইমসকে বলেছেন, “আমরা একটা চিৎকারের শব্দ শুনে ভাবলাম কেউ একজন পড়ে গেছে, কিন্তু শব্দ আরও বাড়তে থাকে আর বহু লোক চিৎকার করতে থাকে। লোকজনের মধ্যে একটি লাল হাত দেখলাম, একটি রক্তাক্ত হাত; এ সময় সবাই বের হওয়ার দরজার দিকে ছুটতে শুরু করে।”
বেশ কয়েকজন দোকানদার হামলাকারীকে নিরস্ত করার চেষ্টা করেছিল বলে জানা গেছে।
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কাউন্টডাউন কর্তৃপক্ষ বলেছে, “আমাদের দোকানে ঘটা এ ঘটনায় আমরা বিমুঢ় ও বিধ্বস্ত বোধ করছি। অত্যন্ত বেদনাদায়ক এই ঘটনাটির প্রেক্ষিতে আমাদের দলের আহত সদস্যদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি বাকি সদস্যদের দেখাশোনা করছি আমরা।
“আমাদের দলের সদস্যদের সাহায্য করার চেষ্টার সময় ক্রেতারাও আহত হওয়ায় আমরা অত্যন্ত মর্মাহত।”
এ ঘটনার কারণে সোমবার দিনের বাকি সময় ও পরদিন মঙ্গলবার মার্কেটটি বন্ধ থাকবে বলে তারা জানিয়েছে।
নিউ জিল্যান্ডে গণসহিংসতার ঘটনা বিরল হলেও দেশটি ২০১৯ সালে ক্রাইস্টচার্চের নির্বিচার গুলিবর্ষণের মতো বর্বরোচিত ঘটনাও প্রত্যক্ষ করেছে। ওই ঘটনায় শহরটির দু’টি মসজিদে এক শ্বেতাঙ্গ বর্ণবাদীর গুলিতে ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।