দিনাজপুরের রানীরবন্দরে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন আরেক চালক।
দশমাইল হাইওয়ে থানার ওসি কেরামত আলী জানান, সোমবার সকাল ৭টার দিকে রানীরবন্দরে ইছামতী ডিগ্রি কলেজ কলেজ গেটের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়কে তারা হতাহত হন।
নিহত বাদল (৩৫) ট্রাকের চালক। পাবনার সাঁথিয়া উপজেলায় তার বাড়ি।
আহত ট্রাক্টর চালক এরশাদ আলীকে (৩২) দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি কেরামত প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, দুটি যান দুই দিক থেকে আসার সময় হঠাৎ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক বাদল ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় ট্রক্টরের চালক এরশাদ আলী আহত হন। তাকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি কেরামতহ। বাদলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।