ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছয় মিনিটে মমতার ৪৩ সদস্যের মন্ত্রিসভার শপথ
Published : Monday, 10 May, 2021 at 2:53 PM
ছয় মিনিটে মমতার ৪৩ সদস্যের মন্ত্রিসভার শপথপশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়।  

সোমবার তার নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে এবার মাত্র ছয় মিনিটে সম্পন্ন হয় ৪৩ সদস্যের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একেবারে আড়ম্বরহীন অনুষ্ঠানে শপথ নেন ২৪ জন পূর্ণমন্ত্রীসহ ৪৩ জন। তাদের মধ্যে ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। বাকিরা প্রতিমন্ত্রী।

শপথগ্রহণ অনুষ্ঠানে সবাই সশরীরে উপস্থিতও ছিলেন না। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ভার্চুয়ালি শপথ নেন ব্রাত্য বসু এবং রথীন ঘোষ। অসুস্থতার কারণে ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র।

সোমবার বিকালে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুখ্যমন্ত্রীর দায়িত্ব ছাড়াও মমতা নিজের হাতেই রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য, সংস্কৃতি দফতর। সেই সঙ্গে ভূমি ও ভূমি সংস্কার, উত্তরবঙ্গ উন্নয়ন এবং উদ্বাস্তু উন্নয়ন দফতরও রয়েছে মমতার হাতে। তবে এবার আর সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দফতর নিজের হাতে রাখেননি মমতা।

মন্ত্রিসভায় নতুন মুখ গোলাম রব্বানির পেয়েছেন সেই দায়িত্ব। বিধানসভা নির্বাচনে প্রার্থী না হলেও ফের অমিত মিত্রর হাতেই থাকছে অর্থ দফতর। এর আগে প্রথম ও দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেও তিনি এই দায়িত্ব সামলেছেন।