এবিএম আতিকুর রহমান বাশার ঃ
দেবীদ্বার বেদে পল্লীর ৮০টি হতদরিদ্র পরিবারের ঈদ আনন্দে শরিক হলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত আমেরিকা প্রবাসী করোনা যোদ্ধা ডাক্তার ফেরদৌস খন্দকার। ঈদ সামগ্রী পেয়ে বেদে পল্লীর মানুষের মধ্যে এক অনাবিল আনন্দের ঝলক ফুটে উঠে।
সোমবার সকাল ১১টায় দেবীদ্বার পোষ্টঅফিস লেইন ড্রিম হাউজে ওই সামগ্রী বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে দেবীদ্বার মৈত্রী ইন্টারন্যাশনল স্কুলের অধ্যক্ষ মিতা চৌধূরীর সভাপতিত্বে এবং রাজন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছলেন আ’লীগ নেতা সুজীৎ পোদ্দার, শ্রমিক লীগ নেতা কাউছার হয়দার, নারী উদ্যোক্তা শারমিন আক্তার রীমা, শিপলু খান, আদেল আল নোমান খন্দকার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, মো. বিল্লাল হোসেন ডালিম, আব্দুর রহমান, সাংবাদিক সাহিদুল ইসলাম, মহিলা শ্রমিক লীগ নেত্রী শাহিনুর লিপি, আয়শা আলিয়ালী মুক্তা, রিমা আক্তার প্রমূখ।
দেবীদ্বার ও বারেরা বেদেপল্লীর ৮০টি পরিবারের মাঝে বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তৈল, চিনি, সেমাই, গুড়াদুধ, নুডুস, পোলাও চাউল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, নারিকেল, এলাচ, দারচিনি, কিসমিস, সাবান সহ জনপ্রতি প্রায় ১হাজার ৫শত টাকা মূল্যের সামগ্রী বিতরণ করা হয়।