ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর উপজেলা চেয়ারম্যানের পিতা হাজী রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
Published : Tuesday, 11 May, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুলের পিতা শহরতলীর ধর্মপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মো. রফিকুল ইসলামের জানাজা নামাজ গতকাল সোমবার বাদ জোহর ধর্মপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত। জানাজা শেষে ধর্মপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানা যায়, আলহাজ¦ মো. রফিকুল ইসলাম (৭৮) রবিবার রাত সাড়ে ১১ টায় নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি  স্ত্রী, ২ পুত্র সদর উপজেলা চেয়াম্যান এড.আমিনুল ইসলাম টুটুল ও জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম চপল, ১ কন্যা নগরীর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  ফরিদা ইয়াসমিন পলি সহ নাতি-নাতনী, আত্মীয় স্বজন, বহু শুভাকাঙ্খি ও গুণগ্রাহি রেখে গেছেন।
গতকাল সোমবার বাদ জোহর ধর্মপুর ভিক্টোরিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জানাজা নামাজের আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, মরহুমের বড় ছেলে এড. আমিনুল ইসলাম টুটুল। জানাজায় অংশ নেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. মো. ইউনুছ ভূঁইয়া, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, মহানগর যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জেলা ক্রিকেট কাউন্সিলে সভাপতি সাইফুল আলম রনি, কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো.সেকান্দর আলী,  দূর্গাপুর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দূর্গাপুর দক্ষিন ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব মো.আমিনুল হক, আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ শিয়ানুক সহ মহানগর আওয়ামী লীগ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিশিষ্ট জনেরা অংশ নেন।