ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিরাপদ চালক চাই সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
Published : Tuesday, 11 May, 2021 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। নিরাপদ চালক চাই সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৮ মে শনিবার নগরীর হোটেল ডায়নাতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংগঠনের উপদেষ্টা, শুভাকাঙ্খি ও সদস্যদের নিয়ে এক আলোচনা,  ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন মাস্টার, জনতা ব্যাংকের এজিএম ও এরিয়া ইনচার্জ আবুল হাসানাত আজাদ, কুমিল্লা কৃষি কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা ও নিরাপদ চালক চাই সংগঠনের উপদেষ্টা মোঃ আনিছুর রহমান আখন্দ, গীতি কবি মোঃ শফিকুল ইসলাম ঝিনুক, বিশিষ্ট সাংবাদিক, কবি ও  কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সমতটের কাগজ সম্পাদক মোঃ জামাল উদ্দিন দামাল, সিটিভি নিউজের সহকারী সম্পাদক ওমর কাইয়ুম পলাশ, মানবাধিকার কর্মী মোঃ আবদুল হান্নান, সানজিদা রুমা, এ আব্বাস উদ্দিন ও মোঃ সিরাজ, নিরাপদ চালক চাই সংগঠনের যুগ্ম আহবায়ক কমল কুমার চন্দন খোকন, স্বপ্নকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি রোকসানা মজুমদার সুখী, ফটো সাংবাদিক মোঃ ফয়সাল, সংগঠনের সদস্য সাজ্জাদ, সাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহবায়ক রহমত উল্লাহ রাহাত চৌধুরী, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিরাপদ চালক চাই সংগঠনের প্রধান সম্বনয়ক মোঃ আজাদ সরকার লিটন। দোয়া পরিচালনা করেন দারোগা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াছিন নুরী আল কাদরী । ইতিমধ্যে সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ৬টি নির্দেশনা প্রদান করেছেন। অনুষ্ঠানে  নিরাপদ চালক চাই সংগঠনের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধ কল্পে সবাইকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।