গতকাল দেশে নতুন করে আরও এক হাজার ৩৫৪ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৮৯ হাজার ৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন পরীক্ষার মধ্যে শনাক্ত বিবেচনায় আক্রান্ত আট দশমিক ৯০ শতাংশ। সে তুলনায় হাসপাতালে সাধারণ রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। যা গত চারদিনে কম ছিল।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, রবিবার সারা দেশে ১১ হাজার ৯৭০টি সাধারণ শয্যার মধ্যে ভর্তি রয়েছে দুই হাজার পাঁচজন রোগী। এর বিপরীতে খালি রয়েছে নয় হাজার ৯৬৫টি সাধারণ শয্যা।
অপরদিকে, গত ২২ মে সাধারণ শয্যা ১২ হাজার ২১টির মধ্যে এক হাজার ৯৬৩ জন ভর্তি রয়েছে। খালি ছিল ১০ হাজার ৫৮টি শয্যা। গত ২১ মে সাধারণ শয্যা ছিলো ১১ হাজার ৯৮১টি এবং ভর্তিকৃত রোগী এক হাজার ৯৬৮টি এবং খালি রয়েছে ১০ হাজার ১৩টি শয্যা। গত ২০ মে সাধারণ শয্যা ১১ হাজার ৯৯১টি এবং ভর্তিকৃত এক হাজার ৮৮২ জন ও খালি রয়েছে ১০ হাজার ১০৯টি শয্যা।