হামলা ও সহিংসতা মামলায় পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক বিএনপি নেতা আবুয়াল শিকদারকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ মে) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (২৩ মে) রাত ১০টার দিকে কুমারখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবুয়াল শিকদার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ৬ জানুয়ারি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে আবুয়াল শিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ নম্বর ওয়ার্ড কাউন্সিল নির্বাচিত হন।
পুলিশ সূত্রে জানা যায়, কাউন্সিলর আবুয়াল শিকদার ও তার ছেলে এম শিকদারের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল দীর্ঘদিন ধরে পিরোজপুরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। ৩ মে ওই সন্ত্রাসী দল জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহাগ শিকদারসহ ৩ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করে। ওই হামলায় আহত হন ছাত্রলীগ নেতা কৃষ্ণ চন্দ্র শীল (২৫)।
আহত ওই ছাত্রলীগ নেতার পিতা তপন চন্দ্র শীল বাদী হয়ে ৫ মে পিরোজপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় কাউন্সিলর আবুয়াল শিকদারকে প্রধান আসামি করে ১০ জনের নামে ও আরও ৬ জনকে অজ্ঞাত করে একটি মামলা করা হয়।
পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ জানান, ‘আবুয়াল শিকদার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অনেক আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
সদর থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ‘কাউন্সিলর আবুয়াল শিকদার ও তার ছেলে এম শিকদারের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। কয়েকদিন আগে একই এলাকায় দায়িত্বে থাকা তিন পুলিশের এসআইসহ সাত পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগেও একটি মামলা হয়েছে।
তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।