ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নেইমারদের আধিপত্য গুঁড়িয়ে ১০ বছর পর চ্যাম্পিয়ন লিলে (ভিডিও)
Published : Monday, 24 May, 2021 at 1:09 PM
নেইমারদের আধিপত্য গুঁড়িয়ে ১০ বছর পর চ্যাম্পিয়ন লিলে (ভিডিও)টানা চতুর্থ শিরোপার একেবারে কাছে গিয়েও অধরা রয়ে গেল নেইমারদের। মাত্র ১ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করল লিলে।

এক কথায় নেইমার-এমবাপ্পেদের আধিপত্য গুঁড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন হলো লিলে। ১০ বছর পর আবারও মুকুট ফিরে পেল লুইজ আরাউজো-রেনাতো সানচেজরা।

শিরোপার দৌড়ে শেষ ম্যাচেও জয় পেয়েছিল পিএসজি। ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জয় পায় এমবাপ্পেরা।

কিন্তু তাতেও শিরোপা নিশ্চিত করতে পারেননি ফরাসি জয়ান্টরা।

কারণ লিগের অপর ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে লিলেও।  

রোববার রাতে ম্যাচের ১০ম মিনিটেই জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিলে। এর পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন লিলের বুরাক ইয়ালমাজ।

২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যান তারা। দ্বিতীয়ার্ধে নেমে টানা ৪৫ মিনিট একটি গোলও শোধ করতে পারেনি অ্যাঞ্জার্স।  লিলেও লিড বাড়াতে পারেনি।

তবে প্রথমার্ধের মতোই ঘটনা ঘটল দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়েও।

৯০ মিনিট পেরিয়ে ইনজুরি টাইমে গোল করে ব্যবধান কমান অ্যাঞ্জার্সের অ্যাঞ্জেলো ফুলগিনি।  এর পর রেফারির শেষ বাঁশিতে অ্যাঞ্জার্সকে ২-১ গোলের ব্যবধানে পরাস্ত করে শিরোপা জয়ের উল্লাসে মাতে লিলে।

এ ম্যাচের পর লিগের নির্ধারিত ৩৮ ম্যাচ শেষে লিলের পয়েন্ট দাঁড়ায় ৮৩। পিএসজির পয়েন্ট  হয় ৮২।  অর্থাৎ  ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জিতেও শিরোপা হাতছাড়া হয়েছে পিএসজির।

ম্যাচ হাইলাইটস দেখুন-