ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
Published : Monday, 24 May, 2021 at 6:44 PM
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কিশারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) গোমস্তাপুর উপজেলার হুজরাপু, লালকোপড়া ও সদর নামোহড়মা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামের এনামুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭), রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লার বিপ্লবের মেয়ে খুশি (১২) ও গোমস্তাপুর ইউনিয়নের লালকোপড়া গ্রামের নাজমুলের মেয়ে সাদিয়া (১০)।


গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে আম কুড়াতে গিয়ে খুশি ও সাদিয়া বজ্রপাতে গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ বলেন, বিকেলে রবিউল ইসলাম বাবা এনামুল হকের সঙ্গে ধান কাটছিলেন। এসময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন।