ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,করোনায় মারা যাওয়া রোগীদের মধ্যে সবাই পুরুষ। এরা হলেন, কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৯৫ বছর বয়সি এক জন, বুড়িচংয়ে ৬৫ বছর বয়সি একজন, ব্রাহ্মণপাড়ায় ২৩ বছর বয়সি একজন, কুমিল্লা সদর দক্ষিণে ৮৫ বছর বয়সি একজন ও বরুড়া উপজেলায় ৭০ বছর বয়সি একজন রয়েছেন।
এ নিয়ে কুমিল্লা জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪২৯ জনে।মোট ১২৬৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ১৪ দশমিক ৪ শতাংশ।
এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। এরা সবাই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৫ জন।