ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু
Published : Monday, 24 May, 2021 at 8:12 PM
হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যুহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কে এম রেজাউল করিম ভূঁইয়া (৬২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ মে) দুপুর পৌনে ১টার দিকে চমেক হাসপাতালের জরুরি ওয়ার্ডে তিনি মারা যান।

হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, বুকে ব্যথা জনিত অসুস্থতা নিয়ে রেজাউল করিমকে দুপুর পৌনে ১২টায় হাসপাতালের জরুরি ওয়ার্ডে আনা হয়। এরপর দুপুরে তিনি সেখানে মারা যান।

রেজাউল করিম নগরীর আকবরশাহ থানাধীন ফিরোজ শাহ্ কলোনির মৃত নূর আহাম্মদ’র পুত্র।

কারাগার সূত্রে জানা যায়, দায়রা ২০৪৩/১০ সিআর ১২৩১/০৮ ধারা, এনআই অ্যাক্ট এর ১৩৮ ধারার মামলায় গত ২৫ এপ্রিল আদালত তাকে কারাগারে পাঠায়।

এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, রেজাউল করিম উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। পরে অবস্থার অবনতি হলে আজ দুপুরে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, রেজাউল স্ট্রোক করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই কারণে তিনি মারা যান। ময়না তদন্তসহ অন্যান্য প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।