
মানিক দাস।।
চাঁদপুর জেলা সিত্রনজি, অটো রিক্সা, টেক্সি কার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা মোঃ রিপন হোসেন বেপারিকে আটক করেছে নঁতুন বাজার ফাঁড়ি পুলিশ । সোমবার দুপুরে শহরের কোট স্টেশন এলাকা থেকে নতুন বাজার ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
রিপন হোসেনের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। কয়েক মাস পূর্বে সে ইয়াবাসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়। সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে দ্বদ্বের ঘটনায় গত ৪ মে দুপুরে বর্তমান সভাপতি ওমর ফারুককে চেয়ারম্যান ঘাট এলাকায় একা পেয়ে বেদম মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। এই ঘটনায় ওমর ফরুক বাদী হয়ে সামসুল গাজীর ছেলে রুবেল গাজী, শহিদুল্লাহ বেপারী ছেলে মাদক সম্রাট রিপন হোসেন বেপারী ও আবুল কালাম ভুট্টুকে আসামি করে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন। অবশেষে সেই মামলার পলাতক আসামী রিপন হোসেন বেপারী আটক করতে সক্ষম হয় পুলিশ।
নতুন বাজার পুলিশ ফাঁড়ির এস আই ইসমাইল হোসেন জানান, চাঁদপুর জেলা সিত্রনজি, অটো রিক্সা, টেক্সি কার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ত্রর সভাপতি কাজি শাহরিয়ার হোসেন ওমর ফারুকের দায়েরকৃত সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টায় গত মে ২২ তারিখ রিপনকে ২নং আসামি করে মোট ৩ জনের নাম তালিকা করে মামলা দায়ের করেন। সেই মামলায় শহরের কালি বাড়ি রেলস্টেশন থেকে পুলিশ তাকে আটক করেছে। এদিকে রিপনের বিরুদ্বে আর কোন মামলা আছে কিনা তাহা তদন্ত করে দেখছেন। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।